ফরেনসিক সায়েন্স বিষয়ক কর্মশালা

Sept. 26 , 2023
ফরেনসিক সায়েন্স বিষয়ক কর্মশালা

ফরেনসিক সায়েন্স ও সাইকোলজি বিষয়ে শিক্ষার্থীদের বিস্তৃত ব্যবহারিক জ্ঞান প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগ এবং বাংলাদেশ ইন্সটিটিউট অফ ফরেনসিক সাইকোলজি অ্যান্ড গ্রাফোলজি এর যৌথ উদ্যোগে একটি কর্মশালার আয়োজন করে। ক্রিমিনোলজি বিভাগের শ্রদ্ধেয় চেয়ারপার্সন শাহারিয়া আফরিনের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ক্রিমিনোলজি বিভাগে দুইদিন ব্যাপী আয়োজিত এই কর্মশালায় অপরাধ তদন্তে ব্যক্তির হাতের লেখা এবং শারীরিক অঙ্গভঙ্গি বিশ্লেষণের নানা প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়। কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেনসিক সাইকোলজি অ্যান্ড গ্রাফোলজি - এর পরিচালক মিরাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি এর সহযোগী অধ্যাপক ড. প্রিয়াঙ্কা কাক্কার। সম্মানিত বক্তারা সুস্পষ্ট ও বাস্তবিক অনুসন্ধানের জন্য এবং অপরাধের পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য আধুনিক ও পরিবর্তনশীল বিভিন্ন ফরেনসিক পরীক্ষা পদ্ধতির বাস্তবিক ধারণা প্রদান করেন। পাশাপাশি তাদের কার্যপ্রণালী এবং কার্যকারিতা সম্পর্কেও শিক্ষার্থীদের হাতে-কলমে বিস্তারিত শেখানো হয়। সমাপনী বক্তৃতায় বিভাগীয় চেয়ারপার্সন শাহারিয়া আফরিন আমন্ত্রিত অতিথিবর্গ, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, সাধারণ শিক্ষার্থীবৃ্ন্দ এবং উপস্থিত সকলকে ক্রিমিনোলজি বিভাগের পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বয়স, লিঙ্গ, মানসিক প্রকৃতি ভেদে অপরাধের তদন্ত এবং অপরাধ শনাক্তকরণে ফরেনসিক পরীক্ষার অভূতপূর্ব অবদানের কথা উল্লেখ করেন। অভিজ্ঞ ব্যক্তিবর্গের এমন অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা অপরাধবিদ্যা এবং ফরেনসিক বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ দিকটির উপর আলোকপাত করবে। পাশাপাশি ক্রিমিনোলজি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের ফরেনসিক অঙ্গনে জ্ঞান ও দক্ষতা অর্জনের মাত্রায় এক নতুন গভীরতা এবং দৃষ্টিভঙ্গি যোগ করবে। এই আশাবাদ ব্যক্ত করে চেয়ারপার্সন শাহারিয়া আফরিন কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।