ক্রিমিনোলজির উপর উচ্চশিক্ষা অর্জনের বিষয়ে জানার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগ "Discussion on Higher Education in Criminology: information Exchange Between The Department of Criminology, university of Dhaka, Bangladesh and University of New Heaven, USA" শীর্ষক একটি তথ্য বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
ক্রিমিনোলজির উপর উচ্চশিক্ষা অর্জনের বিষয়ে জানার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগ "Discussion on Higher Education in Criminology: information Exchange Between The Department of Criminology, university of Dhaka, Bangladesh and University of New Heaven, USA" শীর্ষক একটি তথ্য বিনিময় ও আলোচনা সভার আয়োজন করে। ০৫ ফেব্রুয়ারি, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগের লেকচার থিয়েটারে সকাল ১১ ঘটিকায় উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। ক্রিমিনোলজি বিভাগের শ্রদ্ধেয় চেয়ারপার্সন শাহারিয়া আফরিনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় মূল বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রঞ্জনা মৈত্র। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের "সেন্টার ফর পোস্ট-গ্রাজুয়েট স্টাডিজ : ট্রেইনিং অ্যান্ড রিসার্চ" এর ভারপ্রাপ্ত ডীন অধ্যাপক মোহাম্মদ বিন কাশেম, পিএইচডি। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন ক্রিমিনোলজি বিভাগের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন বর্ষের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। মূল বক্তব্যে রঞ্জনা মৈত্র নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো, ভর্তি প্রক্রিয়া, কোর্স, শিক্ষাবৃত্তি ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। সম্মানিত আলোচকের বক্তব্যে অধ্যাপক কাশেম নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্স, ফেলোশিপ এবং তাতে অংশগ্রহণ করার পদ্ধতির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি বাংলাদেশে অপরাধ বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে সকলকে অবগত করেন। পাশাপাশি অপরাধ তদন্ত ও বিচার ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরেন এবং অপরাধ তদন্তে ফরেনসিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয় যেখানে আগত অতিথিবৃন্দ উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন কৌতূহলোদ্দীপক প্রশ্নের জবাব দেন এবং উক্ত বিষয়গুলোর প্রতি তাদের আগ্রহের প্রতি সাড়া দেন। বিভাগীয় চেয়ারপার্সন শাহারিয়া আফরিন আমন্ত্রিত অতিথিবর্গ, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, সাধারণ শিক্ষার্থীবৃ্ন্দ এবং উপস্থিত সকলকে ক্রিমিনোলজি বিভাগের পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, মানুষের অপরাধ এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো জানার প্রবল আগ্রহ রয়েছে। তবে দেশের অধিকাংশ সাধারণ মানুষ এ বিষয় সম্পর্কে সঠিকভাবে অবগত ছিলোনা। ক্রিমিনোলজি মূলত অপরাধ এবং পুলিশ সংক্রান্ত হলেও এর ক্ষেত্র অনেক বিস্তৃত। দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এ বিষয়ে পড়ার পর সহজেই ক্যারিয়ার গড়া সম্ভব। এই বিভাগের শিক্ষার্থীদের অপরাধ বিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইউরোপ, আমেরিকার দেশগুলোতে ও অস্ট্রেলিয়ার সুনামধন্য অনেক বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সুযোগ রয়েছে। ইতোমধ্যে এই বিভাগের বেশ কিছু শিক্ষক ও শিক্ষার্থী দেশের বাইরে উচ্চতর শিক্ষাগ্রহণ করছেন। ক্রিমিনোলজির বিভিন্ন বিষয়ের উপর উচ্চশিক্ষায় ক্রিমিনোলজি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন তাদের জ্ঞান ও দক্ষতা অর্জনের মাত্রায় এক নতুন গভীরতা এবং দৃষ্টিভঙ্গি যোগ করবে। এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Social Links