ক্রিমিনোলজি বিভাগের ‘প্রফেশনাল মাস্টার্স ইন ক্রিমিনোলজি এন্ড ক্রিমিনাল জাস্টিস’ প্রোগ্রামের 2023-2024 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১২ জানুয়ারি ২০২৪ শুক্রবার সম্পন্ন।

Sept. 26 , 2023
ক্রিমিনোলজি বিভাগের ‘প্রফেশনাল মাস্টার্স ইন ক্রিমিনোলজি এন্ড ক্রিমিনাল জাস্টিস’ প্রোগ্রামের 2023-2024 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১২ জানুয়ারি ২০২৪ শুক্রবার সম্পন্ন।

ক্রিমিনোলজি বিভাগের ‘প্রফেশনাল মাস্টার্স ইন ক্রিমিনোলজি এন্ড ক্রিমিনাল জাস্টিস’ প্রোগ্রামের শিক্ষার্থীদের পরিচিতি সভা আজ ১২ জানুয়ারি ২০২৪ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের চেয়ারপার্সন শাহারিয়া আফরিন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ক্রিমিনোলজি বিভাগ হচ্ছে একটি আধুনিক ও বৈচিত্রময় বিভাগ। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মৌলিক গবেষণার মাধ্যমে সংশ্লিষ্টদেরকে সুপারিশ ও পরামর্শ প্রদান করে সমাজে অপরাধ দমনে কার্যকরী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।