ফরেনসিক সায়েন্স বিষয়ক কর্মশালা

Sept. 26 , 2023
ফরেনসিক সায়েন্স বিষয়ক কর্মশালা

ক্রিমিনোলজি বিভাগ ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেনসিক সাইকোলজি অ্যান্ড গ্রাফোলজি এর যৌথ উদ্যোগে ফরেনসিক সায়েন্স বিষয়ে দুই দিনের একটি ওয়ার্কশপ এর আয়োজন করতে হয়েছে। উক্ত ওয়ার্কশপটি ২৪ এপ্রিল ও ২৫ এপ্রিল তারিখে অনুষ্ঠিত হবে। এই ওয়ার্কশপটিতে ক্রিমিনোলজি বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। তবে, স্নাতক নবম ব্যাচ এবং স্নাতকোত্তর ষষ্ঠ ব্যাচকে তাদের কোর্স কারিকুলাম এর অংশ হিসেবে উক্ত ওয়ার্কশপটিতে অংশগ্রহণ করা বাধ্যতামূলক করা হলো। ওয়ার্কশপ এর তারিখ ও বিষয়ঃ ২৪ এপ্রিল- Brief Introduction About Forensic Psychology and Handwriting Analysis in Criminal Investigation. ২৫ এপ্রিল- Body Language Analysis in Criminal Investigation. সময়ঃ সকাল ১০ টা স্থানঃ ক্রিমিনোলজি বিভাগ ক্লাসরুম ৮৩৯, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।